Finance & Banking Questions of SSC Exam 2021, Dhaka Board.
The Finance & Banking Exam of SSC 2021 took place on 21st November, 2021.
The Finance & Banking Exam of SSC 2021 took place on 21st November, 2021.
বিভিন্ন বিষয়ের বোর্ড প্রশ্নগুলো পেতে আপনারা এই লিংকে - "Education" গিয়ে সব প্রশ্নগুলো দেখে নিতে পারেন । এছাড়াও আপনারা আমাদের "Facts Hunterrr" ফেসবুক পেইজটি লাইক দিয়ে পেইজের সাথে যুক্ত থাকলে আমাদের নতুন নতুন আর্টিকেল সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন।
আশা করি আমাদের আর্টিকেলগুলো আপনাদের উপকারে আসবে এবং আপনারা আর্টিকেলগুলো শেয়ার করে আমাদের আরোবেশি মানুষের কাছে পৌঁছাতে সহায়তা করবেন নিশ্চয়ই ।
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা - ২০২১
ফিন্যান্স ও ব্যাংকিং (সৃজনশীল প্রশ্ন)
[২০২১ সালের সিলেবাস অনুযায়ী ।]
বিষয় কোডঃ ১৫২
সময়ঃ ২ ঘন্টা ৩০ মিনিট
পূর্ণমানঃ ৭০
ফিন্যান্স ও ব্যাংকিং (সৃজনশীল প্রশ্ন)
[২০২১ সালের সিলেবাস অনুযায়ী ।]
বিষয় কোডঃ ১৫২
সময়ঃ ২ ঘন্টা ৩০ মিনিট
পূর্ণমানঃ ৭০
[দ্রষ্টব্যঃ প্রতিটি সৃজনশীল প্রশ্নের মান ১০ । প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগসহকারে পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও । ফিন্যান্স অংশ থেকে কমপক্ষে তিনটি এবং ব্যাংকিং অংশ থেকে কমপক্ষে তিনটিসহ মোট সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে ।]
ফিন্যান্স অংশ
১। পদ্মা সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মাণাধীন একটি বহুমুখী সেতু । এ সেতু চলাচলের উপযোগী হলে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের মানুষের ভাগ্য খুলে যাবে বলে প্রত্যাশা সবার । এ প্রকল্পের জন্য সর্বপ্রথম বিশ্বব্যাংক থেকে ঋণ নেওয়ার মাধ্যমে অর্থায়ন করার পরিকল্পনা করা হয় । পরবর্তীতে ২০১১ সালে বিশ্ব ব্যাংক অর্থায়ন বাতিল করলে সরকার নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণের সিদ্ধান্ত নেয় । মুক্ত বাজার অর্থনীতিতে টিকে থাকতে সরকার এরকম প্রকল্পে অর্থায়ন করেন ।
- ক) PPP এর পূর্ণরূপ লেখ ।
- খ) বিনিয়োগ সিদ্ধান্ত বলতে কী বুঝ?
- গ) পদ্মা সেতু প্রকল্পের অর্থায়ন কোন ধরনের? ব্যাখ্যা কর ।
- ঘ) পদ্মা সেতুর মত বৃহৎ প্রকল্পে অর্থায়নের গুরুত্ব আলোচনা কর ।
২। জনাব আনিকা ১২,০০,০০০ টাকা ১০ বছরের জন্য ব্যাংকে জমা রাখতে চান । এক্ষেত্রে "ক ব্যাংক" তাকে বার্ষিক ১১% হারে সুদের প্রস্তাব দেয় এবং "খ ব্যাংক" ১২% হারে মাসিক চক্রবৃদ্ধিতে সুদ প্রদানের প্রস্তাব দেয় ।
- ক) সুযোগ ব্যয় কী?
- খ) চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিটি ব্যাখ্যা কর ।
- গ) "ক ব্যাংক" থেকে কত টাকা সুদ পাওয়া যাবে?
- ঘ) জনাব আনিকার কোন ব্যাংকে টাকা জমা রাখা লাভজনক? যুক্তি সহকারে বিশ্লেষণ কর ।
৩। জনাব আজাদ সাহেব একটি আর্থিক প্রতিষ্ঠানে বার্ষিক ৯% সুদের হারে ৩০,০০০ টাকা ৫ বছর জমা রাখার ব্যাপারে ভাবছিলেন । পরে তিনি তার একজন আত্মীয়ের নিকট জানতে পারেন অন্য একটি ব্যাংক ৯% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে । এক্ষেত্রে প্রকৃত সুদের হার বৃদ্ধি পাবে । তাই তিনি ব্যাংকে টাকা জমা রাখলেন ।
- ক) প্রকৃত সুদ কী?
- খ) অর্থের বর্তমান মূল্য বলতে কী বুঝ? ব্যাখ্যা কর ।
- গ) উদ্দীপকে উল্লিখিত জনাব আজাদ সাহেব মাসিক চক্রবৃদ্ধিতে বিনিয়োগ করলে প্রকৃত সুদের হার কত হবে?
- ঘ) জনাব আজাদকে প্রথম ব্যাংক ৪৬,১৫৮.৭২ টাকা দিতে চাইল কিন্তু তিনি মাসিক চক্রবৃদ্ধি ক্ষেত্রে বিনিয়োগে সম্মত হন । - এ বিষয়ে যৌক্তিকতা উপস্থাপন কর ।
৪। জনাব মফিজ মৎস্য চাষ প্রকল্পে অর্থ বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হন । উক্ত ব্যবসায়ে তার ঝুঁকি ছিল ১৩%, আয়ের হার ছিল ১৪% । তার বন্ধুর পরামর্শে আলু চাষ করে বিগত ২০১৫ সাল থেকে ৫ বছরের প্রাপ্ত আয় যথাক্রমে ১৫%, ১০%, -৫%, ২৩% এবং ২৭% ।
- ক) আদর্শ বিচ্যুতি কী?
- খ) কখন তারল্য ঝুঁকির সৃষ্টি হয়? ব্যাখ্যা কর ।
- গ) উদ্দীপকের জনাব মফিজের ব্যবসায়টির ঝুঁকি পরিমাপ কর ।
- ঘ) জনাব মফিজের আলু চাষ প্রকল্পের গ্রহণযোগ্যতা বিশ্লেষণ কর ।
৫। জনাব রাবেয়ার হাতে দুটি প্রকল্প রয়েছে যেগুলোর বিভিন্ন তথ্য নিম্নে প্রদত্ত হলোঃ
পূর্বানুমান | রিম | ঝিম |
---|---|---|
১ম বছর বিক্রয় | ১,০০,০০০ | ১,৫০,০০০ |
২য় বছর বিক্রয় | ২,০০,০০০ | ১,৭৫,০০০ |
৩য় বছর বিক্রয় | ৫,০০,০০০ | ৫,৫০,০০০ |
স্থায়ী খরচ | ৪০,০০০ | ৪৫,০০০ |
চলতি খরচ (চলতি বিক্রয়ের %) | ৩০% | ৩০% |
কর হার | ৪০% | ৪০% |
প্রকল্প দুটির মেয়াদকাল ৩ বছর এবং প্রত্যেক প্রকল্পের জন্য ৭,০০,০০০ টাকা করে প্রাথমিক বিনিয়োগ প্রয়োজন ।
- ক) মূলধন বাজেটিং কী?
- খ) মূলধন বাজেটিং-কে সর্বদাই ঝুকিমুক্ত সিদ্ধান্ত বলা হয় কেন?
- গ) রিম প্রকল্পের গড় মুনাফার হার নির্ণয় কর ।
- ঘ) কোন প্রকল্পটি জনাব রাবেয়ার জন্য লাভজনক - মতামত দাও ।
৬। কক্সবাজারের "বন্ধন" হোটেলের মুনাফা বাবদ ১ কোটি টাকা বিনিয়োগ হয় । ১ম বছরে শ্রমিক মজুরি, কাঁচামাল ক্রয় ও অন্যান্য ব্যয় বাবদ ৪০% খরচ করে, এতে ২ কোটি টাকা মুনাফা হয় । ২য় বছরে কাঁচামাল ক্রয়ে ১০% ব্যয় বাড়ানোর ফলে মুনাফা ৩ কোটি টাকা হয় ।
- ক) অর্থায়ন কাকে বলে?
- খ) উপযুক্ততার নীতি বলতে কী বুঝ?
- গ) "বন্ধন" হোটেলের ব্যয় বৃদ্ধি কোন মূলধনের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর ।
- ঘ) উদ্দীপকের মুনাফা বৃদ্ধির বিষয়টি অর্থায়ন নীতির আলোকে বিশ্লেষণ কর ।
ব্যাংকিং অংশ
৭। জনাব কিরণ "তরুণ ব্যাংক"-এ একটি হিসাব খোলেন । উক্ত হিসাবে তিনি অর্থ জমা রাখেন এবং প্রয়োজনে ঋণ । তবে ব্যবসায়ের কারণে কারখানা নির্মাণ, যন্ত্রপাতি সংগ্রহ ইত্যাদির জন্য ঋণ চাইলে "তরুণ ব্যাংক" তাকে "আইডিয়াল ব্যাংক" এর শরণাপন্ন হওয়ার পরামর্শ দেয় ।
- ক) নোট ও মুদ্রা প্রচলন করে কোন ব্যাংক?
- খ) ব্যাংক কিভাবে মূলধন গঠন করে? ব্যাখ্যা কর ।
- গ) কার্যভিত্তিক শ্রেণিকরণ অনুযায়ী "তরুণ ব্যাংক" কোন ধরনের ব্যাংক? বর্ণনা কর ।
- ঘ) জনাব কিরণের "আইডিয়াল ব্যাংক" এর শরণাপন্ন হওয়ার যৌক্তিকতা মূল্যায়ন কর ।
৮। ব্যাংকিং জগতের মুরুব্বি হিসাবে "A ব্যাংক" এ বছর R, D ও M নামক তিনটি ব্যাংক স্থাপনের অনুমতি দেয় । উক্ত ব্যাংক সরকারের পক্ষ হয়ে দেশের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে । R ব্যাংক সংগৃহীত আমানত বিনিয়োগে কোন প্রকার যাচাই বা পর্যালোচনা করেনি । ফলে ব্যাংকটি আর্থিক সংকটে পড়ে । গ্রাহকদের বিভিন্ন আর্থিক পরামর্শ প্রদান করে জনগণের মাঝে গ্রহণযোগ্যতা সৃষ্টি করে স্থান করে নিয়েছে ।
- ক) চেইন ব্যাংকের মূল উদ্দেশ্য কী?
- খ) গ্রুপ ব্যাংকিং কী? ব্যাখ্যা কর ।
- গ) উদ্দীপকের R, D ও M ব্যাংক স্থাপনের ক্ষেত্রে সরকার পক্ষের কী কী উদ্দেশ্য আছে? ব্যাখ্যা কর ।
- ঘ) "R ব্যাংক" এর অবস্থা ব্যাংকিং ব্যবসায়ের নীতির আলোকে বিশ্লেষণ কর ।
৯। জনাব "ক" একজন বিখ্যাত ব্যবসায়ী । সম্প্রতি তিনি নতুন একজন আমদানিকারকের নিকট থেকে পণ্য ক্রয়ের প্রস্তাব পেলেন । কিন্তু নতুন ক্রেতা বলে তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন । এমন সময় "M ব্যাংক" থেকে নিশ্চয়তা পেয়ে তিনি পণ্য রপ্তানি করতে সম্মত হলেন ।
- ক) বাণিজ্যিক ব্যাংকের মৌলিক উদ্দেশ্য কী?
- খ) "বাণিজ্যিক ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে" - ব্যাখ্যা কর ।
- গ) উদ্দীপকের জনাব "ক" এর রপ্তানি করার সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা কর ।
- ঘ) "M ব্যাংক"-কে কোন ধরনের ব্যাংক হিসেবে চিহ্নিত করা যায়? যুক্তি দাও ।
১০। জনাব 'A' একজন স্বাস্থ্যকর্মী । সময়ে অসময়ে জনগণের সেবা করার জন্য বাহিরে যেতে হয় । তার কিছু মূল্যবান কাগজপত্র এবং স্বর্ণালংকার রয়েছে যা নিয়ে তিনি সর্বদা চিন্তিত থাকেন । এছাড়াও সে নগদ অর্থ বহন করাও ঝুঁকি মনে করেন । এ অবস্থায় "বোর্ড ব্যাংক" তাকে সাহায্য করে ।
- ক) LC এর পূর্ণরূপ কী?
- খ) ব্যাংকের তারল্য নীতি বলতে কী বুঝ? ব্যাখ্যা কর ।
- গ) উদ্দীপকে বর্ণিত জনাব 'A' এর চিন্তা দূরীকরণে বোর্ড ব্যাংক কী সহায়তা করে? ব্যাখ্যা কর ।
- ঘ) জনাব 'A' এর ঝুঁকি দূরীকরণে বোর্ড ব্যাংক এর পদক্ষেপ বিশ্লেষণ কর ।
১১। জনাব রহমান একজন চাকুরীজীবী । দৈনন্দিন চাহিদা মিটিয়ে তিনি প্রতি মাসে ১৫০০ টাকা বন্ধু ব্যাংকে রাখেন । বেশ কিছুদিন চাকরি করার পর তিনি সিদ্ধান্ত নিলেন চাকরি ছেড়ে জমানো টাকা দিয়ে প্রয়োজনে বন্ধু ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করবেন । সিদ্ধান্ত অনুসারে উক্ত ব্যাংকের কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী ব্যবসায় শুরু করলেন । অল্প কিছুদিনের মধ্যেই তার অর্থনৈতিক স্বচ্ছলতা আসতে শুরু করল ।
- ক) সবচেয়ে নিরাপদ চেক কোনটি?
- খ) বিনিময় বিল বাট্টাকরণ বলতে কী বুঝ?
- গ) উদ্দীপকে উল্লিখিত বন্ধু ব্যাংক কীভাবে জনাব রহমানকে ব্যবসায়ে সাহায্য করল? ব্যাখ্যা কর ।
- ঘ) জনাব রহমান এর আর্থিক স্বচ্ছলতার পেছনে বন্ধু ব্যাংকের ভূমিকা বিশ্লেষণ কর ।