Header Ads

SSC 2021 Accounting Question Dhaka Board - এস এস সি ২০২১ ঢাকা বোর্ড হিসাববিজ্ঞান সৃজনশীল প্রশ্ন

হিসাববিজ্ঞানের নিম্নোক্ত সৃজনশীল প্রশ্নটি ঢাকা বোর্ডের ২০২১ সালের এস এস সি পরীক্ষার প্রশ্নপত্র । আমরা ক্রমান্বয়ে বিভিন্ন বছরের বোর্ড প্রশ্ন আমাদের এই ওয়েবসাইটে পাবলিশ করবো ।

আপনারা প্রতিনিয়ত ফ্যাক্টস হান্টার ওয়েবসাইটে ভিজিট করে আমাদের নিত্য নতুন আর্টিকেলগুলো পড়ে নিতে পারেন। এছাড়াও আপনাদের প্রয়োজনীয় যেকোন বিষয় আমাদের নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন । আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের সহায়তা করার জন্য ।

হিসাববিজ্ঞান (সৃজনশীল প্রশ্ন)
[২০২১ সালের সিলেবাস অনুযায়ী]
বিষয় কোডঃ ১৪৬
সময়ঃ ২ ঘন্টা ৩০ মিনিট
পূর্ণমানঃ ৭০

[বিশেষ দ্রষ্টব্যঃ প্রতিটি সৃজনশীল প্রশ্নের মান ১০। ক এর ২, খ এর ৪, গ এর ৪। ক বিভাগ হতে ২টি এবং খ বিভাগ হতে ৫টি সহ যেকোন ৭টি প্রশ্নের উত্তর দাও।]

ক বিভাগ

১। মেসার্স সাদমান এন্টারপ্রাইজের ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখে রেওয়ামিল ও সমন্বয়গুলো ছিল নিম্নরূপঃ

মেসার্স সাদমান এন্টারপ্রাইজ
রেওয়ামিল
৩১ ডিসেম্বর, ২০২০

হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা
দেনাদার ও পাওনাদার ৬৩,০০০ ২৫,০০০
হাতে নগদ ১৫,০০০
মজুদ পণ্য (০১-০১-২০২০) ৪২,০০০
ক্রয় ও বিক্রয় ১,৯৫,০০০ ৩,৫৭,০০০
পরিবহন খরচ ৩,০০০
বেতন ৬২,০০০
কুঋণ ও কুঋণ সঞ্চিতি ২,০০০ ৩,৫০০
প্রাপ্ত বাট্টা ২,৭০০
বিবিধ ক্ষতি ২,৫০০
অফিস সরঞ্জাম বিক্রয়জনিত লাভ ৩,০০০
ব্যাংক চার্জ ৩,৫০০
ডক চার্জ ১,৭০০
ইন্টারনেট খরচ ১,৫০০
৩,৯১,২০০ ৩,৯১,২০০

সমন্বয়সমূহঃ
১। কুঋণ ২৫০০ টাকা, অবশিষ্ট দেনাদারের উপর ৫% দেনাদার ধরতে হবে।
২। বিক্রয় ফেরত ২০০০ টাকা।
৩। ক্যাশ বাক্স হতে নগদ ১৫০০ টাকা চুরি হয়েছে কিন্তু হিসাবভুক্ত হয়নি।

ক) উপরোক্ত তথ্যের ভিত্তিতে সমাপনী নগদ টাকার পরিমাণ নির্ণয় কর।
খ) বিশদ আয় বিবরণী প্রস্তুত করে প্রতিষ্ঠানটির মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় কর।
গ) বিশদ আয় বিবরণী প্রস্তুত করে প্রতিষ্ঠানটির নীট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় কর।

২। রুম্মান এন্টারপ্রাইজের ২০১৯ সালের ৩১ ডিসেম্বর তারিখে রেওয়ামিল ও সমন্বয়গুলো ছিল নিম্নরূপঃ

রুম্মান এন্টারপ্রাইজ
রেওয়ামিল
৩১ ডিসেম্বর, ২০১৯

হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা
উত্তোলন ও মূলধন ২০,০০০ ৪,০০,০০০
দেনাদার ও পাওনাদা ৩৫,০০০ ২৫,০০০
যন্ত্রপাতি ৬০,০০০
আসবাবপত্র ৮৫,০০০
সুনাম ২,০০,০০০
ক্রয় ও বিক্রয় ৯৫,০০০ ১,৭৭,৫০০
নগদ তহবিল ২২,০০০
বেতন ২৪,০০০
মনিহারি ২,০০০
ভাড়া ৪,৫০০
প্রাপ্য মজুদ পণ্য ২৫,০০০
প্রাপ্য বিল ৩০,০০০
৬,০২,৫০০ ৬,০২,৫০০

সমন্বয়সমূহঃ
১। সমাপনী পণ্যের মূল্য ২৫,০০০ টাকা।
২। মালিক ২০,০০০ টাকা অতিরিক্ত মূলধন সরবরাহ করেন।
৩। যন্ত্রপাতির উপর ৫% অবচয় ধার্য কর।
৪। বেতন বকেয়া আছে ৬,০০০ টাকা এবং ভাড়া অগ্রিম পরিশোধ ৫০০ টাকা।

ক) প্রতিষ্ঠানটির মুনাফাজাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় কর।
খ) নীট মুনাফা ২৩,৫০০ টাকা ধরে মালিকানাস্বত্বের পরিমাণ নির্ণয় কর।
গ) প্রতিষ্ঠানটির নীট মুনাফা ২৩,৫০০ টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত কর ।

৩। মেসার্স খন্দকার এন্টারপ্রাইজের ২০১৯ সালের জানুয়ারি মাসের লেনদেন নিম্নরূপঃ

জানুয়ারি ১ - মূলধন আনয়ন ২,০০,০০০ টাকা।
জানুয়ারি ৫ - মাহবুবের কাছ থেকে পণ্য ক্রয় ৫০,০০০ টাকা।
জানুয়ারি ১০ - শ্যামলী ট্রেডার্সের নিকট ১২০ টাকা দরে ২০ কেজি মশুর ডাল বিক্রয়।
জানুয়ারি ১৫ - কমিশন প্রাপ্তি ২,৫০০ টাকা।

ক) ৩১ জানুয়ারি তারিখে মেসার্স খন্দকার এন্টারপ্রাইজের মোট নগদ উদ্বৃত্তের পরিমাণ নির্ণয় কর।
খ) উক্ত প্রতিষ্ঠানের মালিকানাস্বত্বের পরিমাণ নির্ণয় কর।
গ) ১০% কারবারি বাট্টা ধরে ১০ তারিখের লেনদেন হতে একটি চালান প্রস্তুত কর।

৪। মিজান ট্রেডার্সের মালিক মি. মিজান ২০১৯ সালের ১ মার্চ তারিখে নগদ ১,৪০,০০০ টাকা, যন্ত্রপাতি ৭০,০০০ টাকা এবং ২১,০০০ টাকার পণ্য নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। উক্ত মাসের অন্যান্য লেনদেনগুলো নিম্নরূপঃ

মার্চ ৪ - কাকলী ট্রেডার্সের নিকট থেকে পণ্য ক্রয় ৩৫,০০০ টাকা।
মার্চ ৭ - জাহিন ট্রেডার্সের নিকট বিক্রয় ২০,০০০ টাকা।
মার্চ ৮ - দোকান ভাড়া প্রদান ১৭,০০০ টাকা ।
মার্চ ১১ - নগদ বিক্রয় ৭৫,০০০ টাকা।
মার্চ ১৭ - নগদে পণ্য ক্রয় ৪০,০০০ টাকা।
মার্চ ২৫ - মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসায় থেকে উত্তোলন করেছেন ৫,০০০ টাকা।
মার্চ ৩০ - ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো ৫০,০০০ টাকা ।

ক) মিজান ট্রেডার্সের বিক্রয়ের পরিমাণ নির্ণয় কর।
খ) ৪ থেকে ১১ মার্চ তারিখের লেনদেনগুলো বিবরণী ছকে হিসাব সমীকরণের প্রভাব দেখাও ।
গ) ১, ১৭, ২৫ ও ৩০ মার্চ তারিখের লেনদেনগুলোর ডেটর-ক্রেডিটর নির্ণয় কর ।

৫। পিটার এন্ড ব্রাদার্স লিঃ এর ব্যবসায়ে ২০২০ সালের মার্চ মাসে নিম্নোক্ত ঘটনাগুলো সংঘটিত হয়ঃ

মার্চ ১ - নগদ বিক্রয় ১,০০,০০০ টাকা।
মার্চ ৮ - ৫০,০০০ টাকা পণ্য বিক্রয়ের ফরমায়েশ পাওয়া গেল ।
মার্চ ১৫ - নগদ ক্রয় ৬০,০০০ টাকা ।
মার্চ ২৪ - মালিক ব্যবসায়ের জন্য ৯০,০০০ টাকা অতিরিক্ত মূলধন হিসেবে আনলেন।
মার্চ ২৮ - দেনাদার হতে নগদ পাওয়া গেল ১,২০,০০০ টাকা ।
মার্চ ৩০ - মাসিক ২০,০০০ টাকা বেতনের একজন কর্মচারী নিয়োগ দেওয়া হল।

ক) লেনদেন নয় এমন ঘটনাগুলোর যোগফল নির্ণয় কর।
খ) উপর্যুক্ত লেনদেনগুলো হিসাব সমীকরণের উপাদানগুলোর প্রভাব নির্ণয় কর ।
গ) উপর্যুক্ত লেনদেনগুলো সমীকরণ পদ্ধতিতে কারণসহ ডেবিট-ক্রেডিট নির্ণয় কর ।

৬। মেসার্স সিকদার এন্টারপ্রাইজের ২০২০ সালের ১ ডিসেম্বর তারিখে সম্পদ ও দায়-দেনার পরিমাণ ছিল নিম্নরূপঃ
নগদান হিসাব ৪৫,০০০ টাকা, বিনিয়োগ ১,০০,০০০ টাকা, পাওনাদার ২০,০০০ টাকা, এবং মূলধন ১,২৫,০০০ টাকা ।
এছাড়া সারা মাসে নিম্নোক্ত লেনদেন সম্পন্ন হয়ঃ

ডিসেম্বর ৩ - দেনাদার হতে চেক প্রাপ্তি ১০,০০০ টাকা।
ডিসেম্বর ৭ - মারুফের নিকট হতে ঋণ গ্রহণ ২৫,০০০ টাকা ।
ডিসেম্বর ১০ - আন্তফেরত ৩,০০০ টাকা ।
ডিসেম্বর ১৪ - পুরাতন আসবাবপত্র বিক্রয় ৫,০০০ টাকা ।

ক) মেসার্স সিকদার এন্টারপ্রাইজের প্রারম্ভিক জাবেদা দাখিলা দেখাও ।
খ) ৩, ৭, ১০ ও ১৪ তারিখের লেনদেন হতে সাধারণ জাবেদা নির্ণয় কর ।
গ) উক্ত প্রতিষ্ঠানটির মূলধন হিসাব ও দেনাদার হিসাবের খতিয়ান কর ।

৭। আঃ রহমান ইলেক্ট্রনিক্স এর ২০২০ সালের নভেম্বর মাসের লেনদেনসমূহ নিম্নরূপঃ

নভেম্বর ১ - ঢাকার গোলাপ কম্পিউটারস লিঃ থেকে ৫৫,০০০ টাকা দরে ১৫টি ল্যাপটপ ক্রয় । কারবারি বাট্টা ৫% । চালান নং ১০০ । বহন খরচ ১,৫০০ টাকা ।
নভেম্বর ২০ - সাভারের খান ইলেক্ট্রনিক্স থেকে ৩৫,০০০ টাকা দরে ৭টি ফ্রিজ ক্রয় । চালান নং ১০১ । কারবারি বাট্টা ৭% । প্যাকিং খরচ ১,০০০ টাকা ।

ক) উক্ত লেনদেনে মোট আনুষঙ্গিক খরচ কত?
খ) আঃ রহমান ইলেক্ট্রনিক্সের ক্রয় জাবেদা বই তৈরি কর ।
গ) উপর্যুক্ত লেনদেনের ভিত্তিতে সাধারণ খতিয়ান তৈরি কর ।

৮। আশরাফ অনলাইনে পণ্য কেনা-বেচার ব্যবসায় করেন। ২০১৯ সালের ১ জুন নগদ ৩০,০০০ টাকা, ল্যাপটপ ৪২,০০০ টাকা ও ১০,০০০ টাকার জামদানি শাড়ি নিয়ে ব্যবসায় শুরু করেন ।

জুন ৫ - নারায়ণগঞ্জ থেকে নগদ ২৫,০০০ টাকার জামদানি শাড়ি ক্রয় ।
জুন ১৫ - শাড়ি বিক্রয় করে পাওয়া গেল ৩৫,০০০ টাকা ।
নভেম্বর ২২ - চেকে পণ্য বিক্রয় ১০,০০০ টাকা ।
নভেম্বর ২৫ - পণ্য উত্তোলন ৫,০০০ টাকা ।

ক) ২২ ও ২৫ তারিখের লেনদেনের সংশ্লিষ্ট হিসাব খাত নির্ণয় কর।
খ) আশরাফের নগদান হিসাব ও ক্রয় হিসাবের উদ্বৃত্ত চলমান জের ছকে নির্ণয় কর ।
গ) T ছকে মূলধন ও বিক্রয় হিসাবের খতিয়ান তৈরি কর ।

৯। জয়া রহমান একজন নারী উদ্যোক্তা । ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখের কতিপয় হিসাবের উদ্বৃত্ত নিম্নরূপঃ

হিসাবের নাম টাকা
মূলধন ২,০০,০০০
আনুষঙ্গিক খরচ ৩৪,৫০০
ডাক ও তার ২২,৮০০
মনিহারি ৫,০০০
সেবা আয় ৭৯,০০০
বাণিজ্যিক খরচ ১,৩০,০০০
প্রাপ্য হিসাব ২৫,০০০
অভিকর ৩৮,০০০
বিমা কিস্তি ১০,০০০
বিনিয়োগ ১,০০,০০০
বকেয়া ভাড়া ১৫,০০০
ব্যানার খরচ ৫,০০০

ক) উপর্যুক্ত তথ্য হতে মূলধনজাতীয় প্রাপ্তি নির্ণয় কর ।
খ) উল্লিখিত তথ্য হতে জয়া রহমানের একটি রেওয়ামিল তৈরি কর ।
গ) উক্ত রেওয়ামিলের সমাপনী সম্পদ ও দায়ের পরিমাণ নির্ণয় কর ।

১০। পায়রা স্টোর্স একটি পাইকারি প্রতিষ্ঠান । ২০২০ সালের জুলাই মাসের কতিপয় লেনদেন নিম্নরূপঃ

জুলাই ২ - ফিরোজ এন্ড কোং-এর নিকট ১০ কেজির বস্তা, প্রতি বস্তা ৬০০ টাকা দরে ২০০ বস্তা মিনিকেট চাল বিক্রয় । কারবারি বাট্টা ৩% । চালান নং ১২০ ।
জুলাই ৮ - ইফতি ট্রেডার্সের নিকট থেকে প্রতি কেজি ৯০ টাকা দরে ১৫০ কেজি চিনিগুড়া চাল ক্রয় । কারবারি বাট্টা ৫% । চালান নং ১২১ । পরিবহন খরচ ৫০০ টাকা ।
জুলাই ১৫ - ফিরোজ এন্ড কোং-এর নিকট হতে নিম্নমানের কারণে ১০ বস্তা চাল ফেরত আসে । ক্রেডিট নোট-১ ।
জুলাই ২৫ - ইফতি ট্রেডার্সকে ৫ কেজি চিনিগুড়া চাল অধিক পুরান হওয়ার কারণে ফেরত পাঠানো হলো । ডেবিট নোট নং ৫ ।

ক) ২ তারিখের লেনদেন হতে পায়রা স্টোর্সের মোট বিক্রয়ের পরিমাণ দেখাও ।
খ) পায়রা স্টোর্সের ক্রয় ফেরত জাবেদা বই তৈরি কর ।
গ) ১৫ তারিখের লেনদেনটি হতে একটি ক্রেডিট নোট তৈরি কর ।

১১। জাহিন স্টোর্সে একতরফা দাখিলা অনুযায়ী হিসাব রাখা হয় । ২০২০ সালের ১ জানুয়ারি তারিখে ব্যবসায়ের সম্পদ ও দায় নিম্নরূপঃ

হিসাবের নাম টাকা
হাতে নগদ ৩০,০০০
আসবাবপত্র ২৫,০০০
ল্যাপটপ ৪৭,০০০
দেনাদার ২১,০০০
পাওনাদার ১৫,০০০
ঋণ ৭,০০০

৩১ ডিসেম্বর তারিখে, ২০২০ সালে জাহিন স্টোর্সে মোট সম্পদ ৪,৩০,০০০ টাকা এবং মোট দায় ১,৮০,০০০ টাকা । বছরের মাঝামাঝি সময়ে মালিক দোকানে আরো ৫০,০০০ টাকা বিনিয়োগ করেন । এছাড়া তিনি ব্যক্তিগত প্রয়োজনে নগদ ২৫,০০০ টাকা এবং ৫,০০০ টাকার পণ্য উত্তোলন করেন ।

ক) জাহিন স্টোর্সের সমাপনী মূলধনের পরিমাণ দেখাও ।
খ) জাহিন স্টোর্সের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় কর ।
গ) বছর শেষে জাহিন স্টোর্সের লাভ বা ক্ষতি দেখাও ।