Header Ads

SSC Business Entrepreneurship Test Exam Question - Rajuk Uttara Model College, Dhaka

Business Entrepreneurship Suggestion and Test Exam Questions of Rajuk Uttara Model College for SSC Examinees.

ব্যবসায় উদ্যোগের নিম্নোক্ত সৃজনশীল প্রশ্নসমূহ রাজউক উত্তরা মডেল কলেজের টেস্ট পরীক্ষায় আসা প্রশ্ন। আশা করি এ প্রশ্নগুলো এস এস সি ২০২১ এবং ২০২২ এর পরীক্ষার্থীদের জন্য অনেকবেশি সহায়ক হবে তাদের পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করতে।

SSC Business Entrepreneurship Test Exam Question - Rajuk Uttara Model College, Dhaka

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
এস এস সি ২০২১ (নির্বাচনী পরীক্ষা)
ব্যবসায় উদ্যোগ (সৃজনশীল প্রশ্ন)
বিষয় কোডঃ ১৪৩
সময়ঃ ২ ঘন্টা ৩০ মিনিট
পূর্ণমানঃ ৭০

[দ্রষ্টব্যঃ প্রতিটি সৃজনশীল প্রশ্নের মান ১০ । নিচের উদ্দীপকগুলো পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও । যেকোনো সাতটি প্রশ্নের উত্তর দাও ।]

১। মি. হিমেল বিএ পাস করে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরির জন্য চেষ্টা চালিয়ে ব্যর্থ হন । অবশেষে বাড়িতে ফিরে নিজেদের অব্যবহৃত দুই বিঘা আয়তনের পুকুরটি সংস্কার করেন। এরপর তাতে বৈজ্ঞানিক উপায়ে স্তরভিত্তিক মাছ চাষ শুরু করেন । পুকুরে পানির উপরের স্তর, মধ্যম স্তর এবং নিম্ন স্তরের জন্য ভিন্ন ভিন্ন প্রজাতির মাছ চাষ করেন। বর্তমানে মি. হিমেল একজন সফল মাছ ব্যবসায়ী । তার এই কার্যক্রম এখন অনেকেই অনুসরণ করছে ।

  • ক) প্রত্যক্ষ সেবা কী?
  • খ) ব্যবসায় পরিবেশের কোন উপাদানটি উৎপাদন প্রক্রিয়াকে সহজতর করে? ব্যাখ্যা কর।
  • গ) উদ্দীপকে বর্ণিত মি. হিমেলের কার্যক্রম কোন ধরনের শিল্পের অন্তর্গত? বর্ণনা কর ।
  • ঘ) উদ্দীপকে উল্লিখিত মি. হিমেলের এমন উদ্যোগ কি দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করবে বলে তুমি মনে কর? যুক্তিসহ মতামত দাও ।

২। জনাব তুহিন পাঁচ বন্ধুসহ "জননী টেক্সটাইল" নামে একটি কোম্পানি প্রতিষ্ঠার উদ্যোগ নেন । তারা যথাযথ পরিকল্পনা এবং দলিলপত্র দাখিল করে নিবন্ধনপত্র সংগ্রহ করেন । নিবন্ধনপত্র পেয়েই প্রতিষ্ঠানটি কার্যক্রম শুরু করতে পারলেন । ব্যবসায় সম্প্রসারণের জন্য মূলধন সংগ্রহের জন্য শেয়ার বিক্রয় করতে গিয়ে কোম্পানিটি আইনগত ঝামেলার সম্মুখীন হলো ।

  • ক) সীমাবদ্ধ দায় কী?
  • খ) সমবায় সমিতি গঠনের প্রথম পর্যায়টি ব্যাখ্যা কর ।
  • গ) উদ্দীপকে বর্ণিত জননী টেক্সটাইল কোন ধরনের কোম্পানি? বর্ণনা কর ।
  • ঘ) উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির শেয়ার বিক্রয়ে ঝামেলা এড়ানোর ক্ষেত্রে করণীয় সম্পর্কে তোমার মতামত দাও ।

৩। জনাব শাহীন আহমেদ একজন গার্মেন্টস ব্যবসায়ী । তিনি তার প্রতিষ্ঠানের কর্মচারীদের সুন্দর কর্ম পরিবেশ নিশ্চিত করেন এবং যথাযথ বেতন প্রদান করেন । এছাড়াও তিনি উৎসব বোনাস ও বার্ষিক বনভোজনের ব্যবস্থা করেন । অধিকন্তু তিনি শীতকালে তার এলাকার দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এবং স্কুল কলেজের বিভিন্ন অনুষ্ঠানে অনুদান দেওয়ার পাশাপাশি পরিবেশ দূষণ রোধে একটি তহবিল গঠনেরও উদ্যোগ নেন ।

  • ক) নৈতিকতা কী?
  • খ) সিআইপি (CIP) কেন নির্বাচন করা হয়? ব্যাখ্যা কর ।
  • গ) উদ্দীপকে উল্লিখিত জনাব শাহীন আহমেদ তার প্রথম পর্যায়ের কাজগুলো দ্বারা সমাজের কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করেছেন? বর্ণনা কর ।
  • ঘ) উদ্দীপকে বর্ণিত জনাব শাহীন আহমেদের দ্বিতীয় পর্যায়ের কাজগুলো দ্বারা ব্যবসায় কীভাবে সুবিধা পেতে পারে? যুক্তিসহ তোমার মতামত দাও ।

৪। শিক্ষিত তরুণ মি. রুমেল কারও অধীনে চাকরি করা পছন্দ না করায় "প্রত্যাশা ট্রেডার্স" নামে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন । তিনি উক্ত প্রতিষ্ঠানের মাধ্যমে কৃষিজাত পণ্য উৎপাদন মৌসুমে সংরক্ষণ করে সারা বছরব্যাপী সরবরাহ করেন । এ বছরের শুরুতে হঠাৎ করে পিঁয়াজের দাম কমতে শুরু করলে তাৎক্ষণিকভাবে সংরক্ষিত পিঁয়াজ বিক্রয় করে দেন ।

  • ক) শিল্পোদ্যোক্তা কে?
  • খ) ব্যবসায় উদ্যোগের সাথে আত্মকর্মসংস্থানের সম্পর্ক কীরূপ? ব্যাখ্যা কর ।
  • গ) উদ্দীপকে বর্ণিত মি. রুমেল কী কারণে দ্রুত সিদ্ধান্ত নিতে পেরেছেন? বর্ণনা কর ।
  • ঘ) উদ্দীপকে বর্ণিত মি. রুমেলের পিঁয়াজ সংরক্ষণকরণের যৌক্তিকতা বিশ্লেষণ কর ।

৫। জনাব লিখন নিজ জমিতে কৃষিপণ্য ও মাছ চাষ করেন । সারা বছর ভোগ করা যায় এমন পণ্যগুলো তড়িঘড়ি করে বিক্রয় করতে গিয়ে কিছু পন্য নষ্ট হয় । ফলে মুনাফার পরিমাণ কমে যায় । পরবর্তীতে তিনি স্থানীয় প্রচার মাধ্যমে পণ্যের গুণাগুণ তুলে ধরায় পণ্য বিক্রির পরিমাণ বহুগুণে বেড়ে যায় । বর্তমানে তিনি একজন সফল চাষি হিসেবে পুরস্কৃত হন ।

  • ক) বিক্রয়ীকতা কী?
  • খ) ভোক্তা বিশ্লেষণ বলতে কী বোঝায়?
  • গ) জনাব লিখনের ব্যবসায়ে প্রথম বিপণন কার্যাবলিতে কোনটির অভাব পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর ।
  • ঘ) উদ্দীপকের জনাব লিখনের সফল চাষী হিসেবে পুরষ্কার প্রাপ্তিতে কোনটি সহায়ক ভূমিকা পালন করেছে? তোমার মতামত দাও ।

৬। নিম্নের চিত্রটি লক্ষ কর এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও ।

  • ক) আধুনিক ব্যবস্থাপনার জনক কে?
  • খ) একজন নেতাকে মানবিক সম্পর্ক অনুধাবন করতে হয় কেন? ব্যাখ্যা কর ।
  • গ) উদ্দীপকে বর্ণিত Y উল্লিখিত স্থানে ব্যবস্থাপনার কোন কাজ রয়েছে? বর্ণনা কর ।
  • ঘ) উদ্দীপকে বর্ণিত X উল্লিখিত স্থানে ব্যবস্থাপনার যে কাজটি রয়েছে তার সাথে নিয়ন্ত্রণের কোন সম্পর্ক আছে কী? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও ।

৭। মিস নীলা আক্তার সম্প্রতি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বি.বি.এ পাস করেন । তিনি সৃজনশীল কিছু করার নিমিত্তে, ফ্যাশন ডিজাইনিং-এর উপর মহিলা অধিদপ্তরের অধীন প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন । পরবর্তীতে চট্টগ্রাম শহরের অভিজাত এলাকার ফ্যাশন হাউজ সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন এবং "হেমন্তিকা ফ্যাশন" নামে একটি বুটিক হাউস প্রতিষ্ঠা করেন । কিছুদিনের মধ্যেই তিনি তার ব্যবসায়ের সফলতার মুখ দেখতে পান ।

  • ক) আত্মবিশ্লেষণ কী?
  • খ) মাইক্রোস্ক্রিনিং-এর কারিগরি দিকটি ব্যাখ্যা কর ।
  • গ) উদ্দীপকে বর্ণিত মিস নীলা আক্তারের প্রকল্প ধারণার উৎস কী? বর্ণনা কর ।
  • ঘ) উদ্দীপকে উল্লিখিত মিস নীলা আক্তার প্রকল্প নির্বাচনের সময় অর্থনৈতিক পরিবেশ বিবেচনায় এনে সফল হয়েছেন - উক্তিটি মূল্যায়ন কর ।

৮। জনাব সোহেল রহমান কক্সবাজারে ন্যাচার ড্রাই ফিশ ইন্ডাস্ট্রিজ নামে একটি সামুদ্রিক শুকনা মাছ প্রক্রিয়াকরণ কারখানা স্থাপন করেন । তার বিনিয়োগকৃত মূলধনের পরিমাণ, জমি ও কারখানা ভবন ব্যতিরেকে এগারো কোটি টাকা । তার কারখানায় দু'টি শিফট রয়েছে । প্রতি শিফটে ৯৯ জন শ্রমিক কাজ করেন । বর্তমানে তার কারখানায় উৎপাদিত উৎপাদিত শুকনা মাছ দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে ।

  • ক) উৎপাদনমুখী শিল্প কী?
  • খ) খন্ডকালীন উৎপাদন কাজে নিয়োজিত শিল্পটি ব্যাখ্যা কর ।
  • গ) উদ্দীপকে বর্ণিত জনাব সোহেল রহমানের কারখানাটি কোন শিল্পের অন্তর্গত? বর্ণনা কর ।
  • ঘ) উদ্দীপকে বর্ণিত জনাব সোহেল রহমানের কারখানাটি কক্সবাজারে স্থাপনের যৌক্তিকতা মূল্যায়ন কর ।

৯। জনাব শিহাব একটি ক্ষুদ্র শিল্পের মালিক । তিনি খেজুরের গুড় দিয়ে ইউনিক স্যালাইন উৎপাদন করেন । এ উদ্দেশ্যে তিনি সরকারের নিকট থেকে স্বীকৃতি পান । তিনি ইউনিক স্যালাইনের মান নিয়ন্ত্রণে খুব সজাগ । বাজারজাতকরণের পূর্বে তিনি মান নিয়ন্ত্রণকারী সরকারি প্রতিষ্ঠানের অনুমোদন নেন । ভোক্তারা প্রতিষ্ঠানটির লোগো দেখে নির্দ্বিধায় ইউনিক স্যালাইন ক্রয় করেন । গত বছর বিসিক কর্তৃক আয়োজিত শিল্পমেলায় ইউনিক স্যালাইনের একটি স্টল দেন । তার স্টলে প্রচুর দর্শনার্থীর নিকট সন্তোষজনক পরিমাণ স্যালাইন বিক্রয় করেন ।

  • ক) বিমাচুক্তি কী?
  • খ) ফ্রানসাইজিং ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য কী? ব্যাখ্যা কর ।
  • গ) উদ্দীপকে বর্ণিত জনাব শিহাবের শিল্পমেলার স্টলের পণ্য অন্য কেউ উৎপাদন করলে কোন আইনবিরুদ্ধ হবে? বর্ণনা কর ।
  • ঘ) উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির পণ্য বিপণনে সরকারি প্রতিষ্ঠানের অনুমোদন নেওয়ার যৌক্তিকতা বিশ্লেষণ কর ।

১০। মিস শাহেলা আক্তার যুব উন্নয়ন অধিদপ্তরের অধীন ব্লক ও বাটিকের কাজের ওপর প্রশিক্ষণ গ্রহণ করে । মায়ের জমানো টাকা দিয়ে মায়ের নামে অনুমতি নিয়ে "অনন্য ফ্যাশন" একটি বুটিক শপ গড়ে তোলেন । ভোক্তাদের চাহিদা ও রুচি অনুযায়ী পণ্য সরবরাহ করায় তিনি ব্যবসায়ে সফলতা লাভ করেন ।

  • ক) BITAC - এর পূর্ণরূপ কী?
  • খ) বিডিবিএল এর প্রধান কাজ কী? ব্যাখ্যা কর ।
  • গ) উদ্দীপকে বর্ণিত মিস শাহেলা আক্তার যুব উন্নয়ন অধিদপ্তর থেকে কোন ধরনের সহায়ক সেবা পেয়েছেন? বর্ণনা কর ।
  • ঘ) উদ্দীপকে বর্ণিত মিস শাহেলা আক্তারকে একজন নারী উদ্যোক্তা বলা যায় কী? যুক্তিসহ তোমার মতামত দাও ।

১১। জনাব সোহান, তার বন্ধু রোহান ও আদিলকে নিয়ে রাজশাহীর নিউমার্কেটে 'ফাল্গুনী' নামে হস্তশিল্পের একটি অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠা করেন । জনাব আদিল একজন বিখ্যাত চিত্রকর । তিনি এ ব্যবসায়ে কোনো মূলধন সরবরাহ করেনি এবং পরিচালনায়ও অংশগ্রহণ করেনি । কিন্তু প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ ফি নেন । প্রতিষ্ঠানটি কর্মীদের দিয়ে ঘর সাজানো বিভিন্ন হস্তশিল্প সামগ্রী তৈরি করে । জনাব রোহান হস্তশিল্পের কাঁচামাল সাহেব বাজার থেকে পাইকারি ক্রয় করেন । একদিন রোহানের হিসাবে গরমিল দেখা দেয় । এতে জনাব সোহান তাকে সন্দেহ করেন । এর ফলে বিরোধের জের ধরে অংশীদারি ব্যবসায়টির বিলুপ্তি ঘটে ।

  • ক) অংশীদারি চুক্তিপত্র কী?
  • খ) অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক? ব্যাখ্যা কর ।
  • গ) উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানে জনাব আদিল কোন ধরনের অংশীদার? বর্ণনা কর ।
  • ঘ) উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি যে বৈশিষ্ট্যের কার্যকারিতার অভাবে বিলুপ্ত হয় - উদ্দীপকের আলোকে তা বিশ্লেষণ কর ।