Header Ads

এস এস সি সাজেশন - ব্যবসায় উদ্যোগ সৃজনশীল প্রশ্ন - Motijheel Ideal School and College, Dhaka

Business Entrepreneurship Suggestion and Test Exam Questions of Ideal School and College, Motijheel, Dhaka.

প্রায় সব বিষয়ের বোর্ড প্রশ্নগুলো আমরা ধীরে ধীরে আমাদের এই ওয়েবসাইটে পাবলিশ করছি। আপনারা আমাদের "Facts Hunterrr" ফেসবুক পেইজটি লাইক দিয়ে পেইজের সাথে যুক্ত থাকলে আমাদের নতুন নতুন আর্টিকেল সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন।

আশা করি আমাদের আর্টিকেলগুলো আপনাদের উপকারে আসবে এবং আপনারা আর্টিকেলগুলো শেয়ার করে আমাদের আরোবেশি মানুষের কাছে পৌঁছাতে সহায়তা করবেন নিশ্চয়ই ।

ব্যবসায় উদ্যোগের নিম্নোক্ত সৃজনশীল প্রশ্নসমূহ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের টেস্ট পরীক্ষায় আসা প্রশ্ন। আশা করি এ প্রশ্নগুলো এস এস সি ২০২১ এবং ২০২২ এর পরীক্ষার্থীদের জন্য অনেকবেশি সহায়ক হবে তাদের পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করতে।

এস এস সি সাজেশন - ব্যবসায় উদ্যোগ সৃজনশীল প্রশ্ন - Motijheel Ideal School and College, Dhaka

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
এস এস সি ২০২১ (নির্বাচনী পরীক্ষা)
ব্যবসায় উদ্যোগ (সৃজনশীল প্রশ্ন)
বিষয় কোডঃ ১৪৩
সময়ঃ ২ ঘন্টা ৩০ মিনিট
পূর্ণমানঃ ৭০

[দ্রষ্টব্যঃ প্রতিটি সৃজনশীল প্রশ্নের মান ১০ । নিচের উদ্দীপকগুলো পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও । যেকোনো সাতটি প্রশ্নের উত্তর দাও ।]

১। তাহসান ও তার কয়েকজন বন্ধু এইচ এস সি পাসের পর তাদের নিজস্ব দক্ষতা কাজে লাগিয়ে বিভিন্ন গিফ্‌ট আইটেম তৈরি করে অনলাইনের মাধ্যমে বিক্রি করে । অল্পকিছু দিনের মধ্যেই তাদের পণ্যগুলো বেশ জনপ্রিয়তা অর্জন করে এবং বিক্রির পরিমাণ বেড়ে যায় বহুগুণ ।

  • ক) শিল্প কী?
  • খ) আধুনিক ব্যবসায়ের গুরুত্বপূর্ণ শাখা কোনটি? ব্যাখ্যা কর।
  • গ) ব্যবসায়ের কোন পরিবেশের সহায়তায় তাহসান ও তার বন্ধুরা পণ্য বিক্রি করতে সক্ষম হয়েছে? ব্যাখ্যা কর ।
  • ঘ) "যে সকল দেশ বিজ্ঞান ও প্রযুক্তিগত পরিবেশে উন্নত তারা ব্যবসায় বাণিজ্যেও উন্নত" বিশ্লেষণ কর ।

২। জনাব সিফাত তার লেখাপড়া শেষ করে ৫ বছর আগে নিজস্ব কিছু পুঁজি নিয়ে ঝুঁকি আছে জেনেও ঢাকা অদূরে গাজীপুরে তার নিজস্ব জমিতে স্বল্প পরিসরে শিশুদের খেলনা তৈরির একটি কারখান স্থাপন করেন । সে তার কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও সৃজনশীলতার গুণে আজ সে একজন সফল উদ্যোক্তা ।

  • ক) ব্যবসায় ঝুঁকি কাকে বলে?
  • খ) যেকোন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে অন্যতম বাঁধা কোনটি? ব্যাখ্যা কর ।
  • গ) উদ্দীপকে বর্ণিত জনাব সিফাত একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে তার চরিত্রের কোন গুণগুলো বিশেষভাবে ভূমিকা রেখেছেন বলে তুমি মনে কর? বর্ণনা কর ।
  • ঘ) বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নয়নে জনাব সিফাতের মতো উদ্যোক্তার ভূমিকা মূল্যায়ন কর ।

৩। জনাব রায়হান যুব প্রশিক্ষণ কেন্দ্র হতে মৎস্য চাষ ও সবজি চাষের প্রশিক্ষণ নিয়ে একটি খামার প্রতিষ্ঠা করেন । বর্তমানে জনাব রায়হান তার খামার পরিচালনায় সফলতা অর্জনের পাশাপাশি অনেক বেকার যুবকের কর্মসংস্থান-এর ব্যবস্থা করেছেন ।

  • ক) আত্মকর্মসংস্থানের সবচেয়ে বড় মূলধন কী?
  • খ) "ব্যবসায় উদ্যোগের সাথে আত্মকর্মসংস্থানের সম্পর্ক খুবই নিবিড়" - ব্যাখ্যা কর ।
  • গ) উদ্দীপকে উল্লিখিত জনাব রায়হানের খামার প্রতিষ্ঠা কোন কাজের অন্তর্ভুক্ত? বর্ণনা কর ।
  • ঘ) দেশের বেকারত্ব লাঘবে উদ্দীপকে বর্ণিত জনাব রায়হানের খামারের অবদান বিশ্লেষণ কর ।

৪। জনাব ফারুক ও তার তিনজন বন্ধু মিলে একটি ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করেন এবং প্রতিষ্ঠানটি স্থাপনে নিজেদের মধ্যে চুক্তি ও সক্রিয় অংশগ্রহণে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছিল । কিন্তু কিছুদিন আগে একজন অংশীদারের আকস্মিক মৃত্যুতে প্রতিষ্ঠানটির বিলুপ্তি ঘটে ।

  • ক) সর্বপ্রথম কোম্পানি আইন কী নামে পরিচিত ছিল?
  • খ) রাষ্ট্রীয় ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কী? ব্যাখ্যা কর ।
  • গ) উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির সাংগঠণিক ধরণ চিহ্নিত কর ।
  • ঘ) উদ্দীপকে উল্লিখিত ব্যবসায় প্রতিষ্ঠানটির কোন ধরনের বিলোপ সাধন ঘটে? বিশ্লেষণ কর ।

৫। জনাব রিপন মানসম্মত শিশুখাদ্য বাজারজাতকরণের অনুমতি পাওয়ার লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীন একটি সংস্থায় প্রয়োজনীয় তথ্যাদিসহ আবেদন করলে উক্ত কর্তৃপক্ষ তার পণ্যের মান যাচাই করে পণ্য বাজারজাতকরণের অনুমতি দেয় ।

  • ক) বাংলাদেশে কত সালের পেটেন্ট ও ডিজাইন আইন চালু আছে?
  • খ) কোন বিমা ক্ষতিপূরণের চুক্তি নয়? ব্যাখ্যা কর ।
  • গ) উদ্দীপকে বর্ণিত জনাব রিপন কোন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠানের অনুমোদন নিয়েছেন? ব্যাখ্যা কর ।
  • ঘ) পণ্যের মান নিয়ন্ত্রণের জন্য উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির গুরুত্ব মূল্যায়ন কর ।

৬। জনাব আফজাল সম্প্রতি তিনি তার নিজ জেলা নারায়ণগঞ্জে একটি শাড়ি তৈরির কারখানা স্থাপন করেছেন । যার প্রতিস্থাপন ব্যয় ২০ কোটি টাকা এবং শ্রমিক সংখ্যা ২০০ জন ।

  • ক) দেশের ঐতিহ্য ও গৌরবের প্রতীক কোন শিল্প?
  • খ) সেবা শিল্প কী? উদাহরণসহ ব্যাখ্যা কর ।
  • গ) উদ্দীপকে বর্ণিত জনাব আফজালের ব্যবসায়টি কোন শিল্পের অন্তর্গত? বর্ণনা কর ।
  • ঘ) উদ্দীপকে জনাব আফজালের শিল্পটির বিকাশে করণীয় পদক্ষেপসমূহ সম্পর্কে তোমার মতামত বিশ্লেষণ কর ।

৭। জনাব রাকিব একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন । তিনি তার কর্মীদের কাছে কোন জবাবদিহি করেন না এবং তাদের সামর্থের ওপর আস্থা রাখেন না । কর্মীদের সবসময় চাপের মুখে রাখেন ফলে শ্রমিকরা কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে এবং দিন দিন প্রতিষ্ঠানটি ক্ষতির সম্মুখীন হচ্ছে ।

  • ক) আধুনিক ব্যবস্থাপনার জনক কে?
  • খ) ব্যবস্থাপনার প্রথম কাজ কোনটি? ব্যাখ্যা কর ।
  • গ) উদ্দীপকে বর্ণিত জনাব রাকিব কোন ধরনের নেতৃত্ব অনুসরণ করেছেন? বর্ণনা কর ।
  • ঘ) "প্রাতিষ্ঠানিক উন্নয়নে প্রেষণার গুরুত্ব অপরিসীম।" - উদ্দীপকের আলোকে উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর ।

৮। নিচের প্রবাহটি লক্ষ কর এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও ।

(i) উৎপাদনকারী → (ii) পাইকার → (iii) খুচরা বিক্রেতা → (iv) ভোক্তা

  • ক) পর্যায়িতকরণ কী?
  • খ) বিজ্ঞাপন কী? ব্যাখ্যা কর ।
  • গ) উদ্দীপকে উল্লিখিত বন্টনপ্রণালি কিসের মাধ্যমে তার বন্টনকার্য সম্পন্ন করে? বর্ণনা কর ।
  • ঘ) পাইকার কীভাবে ভোক্তা ও উৎপাদককে সাহায্য করে? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর ।

৯। লুৎফা কামাল একজন রুচিশীল শিক্ষিত নারী । তিনি খবরের কাগজের মাধ্যমে বিসিক আয়োজিত উদ্যোগ গ্রহণমূলক কথা জানতে পারেন এবং বিসিক থেকে তিনি ব্লক ও বাটিকের প্রশিক্ষণ নেন । এছাড়াও তিনি সেখান থেকে কিছু ঋণ সহায়তা ও পরামর্শ নেন ।

  • ক) ২০১০ সালের হিসাবটিতে পৃথিবীর সর্ববৃহৎ এনজিও কোনটি?
  • খ) BITAC কেন প্রতিষ্ঠিত হয়? ব্যাখ্যা কর ।
  • গ) উদ্দীপকে বর্ণিত লুৎফা কামালকে দেওয়া সহায়তাগুলো কোন ধরনের সহায়তা? বর্ণনা কর ।
  • ঘ) উদ্দীপকের লুৎফা কামালকে উদ্যোক্তায় পরিণত করতে বিসিক-এর ভূমিকা মূল্যায়ণ কর ।

১০। জনাব আর্ক তার এলাকাবাসীর চাহিদা অনুযায়ী একটি ফাস্টফুডের দোকান দিলেন । শুরুতেই তিনি খাদ্য বেশি বেশি মূল্যে বিক্রির মাধ্যমে প্রচুর মুনাফা অর্জন করেন । কিন্তু বর্তমানে ভোক্তারা তার দোকান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ।

  • ক) নৈতিকতা কী?
  • খ) শিল্পোন্নয়নের সবচেয়ে বড় সমস্যা কী? ব্যাখ্যা কর ।
  • গ) উদ্দীপকে বর্ণিত জনাব আর্ক কোন ধরনের দায়বদ্ধতাকে মেনে চলেননি? ব্যাখ্যা কর ।
  • ঘ) জনাব আর্ক কীভাবে একজন যথার্থ ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন? যুক্তিসহ তোমার মতামত দাও ।

১১। জনাব শ্যামল চৌধুরী ঢাকা ও নারায়নগঞ্জের মানুষের বাসস্থানের কথা চিন্তা করে হাউজিং লিমিটেড প্রতিষ্ঠা করেন । এছাড়াও তিনি আরও অনেক শিল্প ও সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলেন । সেখানে অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে ।

  • ক) CIP এর পূর্ণরূপ কী?
  • খ) স্যামসন এইচ চৌধুরীর মতে সাফল্য লাভের মূলভিত্তি কী? ব্যাখ্যা কর ।
  • গ) উদ্দীপকে উল্লিখিত শ্যামল চৌধুরীর সাথে তোমার পাঠ্যবইয়ের কোন উদ্যোক্তার সাথে সাদৃশ্য আছে বলে তুমি মনে কর? ব্যাখ্যা কর ।
  • ঘ) দেশের অর্থনৈতিক উন্নয়নে জনাব শ্যামল চৌধুরীর অবদান মূল্যায়ন কর ।