পদার্থবিজ্ঞানের ঢাকা বোর্ডের ২০২১ সালের এস এস সি পরীক্ষার সৃজনশীল প্রশ্নপত্রটি নিচে দেওয়া হলো । আমরা ক্রমান্বয়ে বিভিন্ন বছরের বোর্ড প্রশ্ন আমাদের এই ওয়েবসাইটে পাবলিশ করবো ।
পদার্থবিজ্ঞান (সৃজনশীল প্রশ্ন)
[২০২১ সালের সিলেবাস অনুযায়ী]
বিষয় কোডঃ ১৩৬
সময়ঃ ২ ঘন্টা ৩৫ মিনিট
পূর্ণমানঃ ৫০
[দ্রষ্টব্যঃ প্রতিটি সৃজনশীল প্রশ্নের মান ১০ । প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগসহকারে পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও । যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে ।]
১। স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি দন্ডের দৈর্ঘ্য পরিমাপ করে প্রধান স্কেল পাঠ 9.9 cm এবং ভার্নিয়ার স্কেল সমপাতন 12 পাওয়া গেল । অপর একটি ঘনকের ধারের দৈর্ঘ্য 5 cm পাওয়া গেল । যন্ত্রটির ভার্নিয়ার ধ্রুবক 0.05 mm.
ক) ন্যূনাঙ্ক কাকে বলে?
খ) দৈর্ঘ্যের সুক্ষ্ম ও নির্ভুল পরিমাপের জন্য কী ধরনের স্কেল ব্যবহার করা হয়? ব্যাখ্যা কর ।
গ) উদ্দীপকের আলোকে দন্ডটির প্রকৃত দৈর্ঘ্য নির্ণয় কর ।
ঘ) ঘনকের দৈর্ঘ্য পরিমাপে 5% আপেক্ষিক ত্রুটি থাকলে ঘনকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপে শতকরা কী পরিমাণ আপেক্ষিক ত্রুটি বিদ্যমান থাকবে? গাণিতিকভাবে ব্যাখ্যা কর ।
২। 'ক' বস্তুটি স্থির অবস্থান হতে 5 ms-2 সুষম ত্বরণে চলছে এবং একই দিকে 'খ' বস্তুটি 30m পেছন হতে 108 km/h সুষম বেগে চলছে ।
ক) দ্রুতি কাকে বলে?
খ) বস্তুর ত্বরণ শূন্য হলে বেগ কিরূপ হবে? ব্যাখ্যা কর ।
গ) যাত্রা শুরুর কত সময় পর গাড়ি দুটির বেগ সমান হবে? নির্ণয় কর ।
ঘ) যাত্রাপথে বস্তু দুটি একাধিকবার মিলিত হতে পারে কিনা? গাণিতিকভাবে বিশ্লেষণ কর ।
৩। 500gm ভরের একটি আম 10m উচ্চতায় একটি আমগাছে ঝুলছে । আমটি বৃন্তচ্যুত হয়ে 3m অতিক্রম করার পর কোন স্থানে আটকে গেল ।
ক) ক্ষমতা কাকে বলে?
খ) বায়োগ্যাসকে নবায়নযোগ্য শক্তির উৎস বলার কারণ ব্যাখ্যা কর ।
গ) আটকেপড়া অবস্থায় আমটির বিভব শক্তি নির্ণয় কর ।
ঘ) আমটি বৃন্তচ্যুত হয়ে মুক্তভাবে ভূ-পৃষ্ঠে পড়লে শক্তির সংরক্ষণশীল নীতিকে সমর্থন করে কিনা? গাণিতিকভাবে ব্যাখ্যা কর ।
৪। চিত্রটি লক্ষ কর এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও ।
ক) আলোর প্রতিফলন কাকে বলে?
খ) সিনেমার পর্দা অমসৃণ ও সাদা হয় কেন? ব্যাখ্যা কর ।
গ) বস্তুর বিম্বের দূরত্ব নির্ণয় কর ।
ঘ) দর্পণের মেরু হতে 6cm এবং 18cm দূরে লক্ষ্যবস্তু স্থাপন করলে বিম্বের প্রকৃতি একই হবে কিনা? চিত্র এঁকে বিশ্লেষণ কর ।
৫। চিত্রটি লক্ষ কর এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও ।
ক) সার্কিট কাকে বলে?
খ) বাসাবাড়িতে সমান্তরাল বর্তনী ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যা কর ।
গ) চিত্রটির মূল তড়িৎ প্রবাহ নির্ণয় কর ।
ঘ) বর্তনীটি প্রতিদিন ৫ ঘন্টা করে চালালে ৩০ দিনে কত ইউনিট বিদ্যুত শক্তি ব্যয় হবে? গাণিতিকভাবে ব্যাখ্যা কর ।
৬। একজন ব্যাটসম্যান একটি ক্রিকেট বলকে আঘাত করায় বলটি ভূ-পৃষ্ঠে বাধা পেয়ে 90 km/h বেগে উপরের দিকে উঠে গেলো । একজন ফিল্ডার পড়ন্ত বলটিকে ধরার জন্য 5s দৌড়ালো ।
ক) ত্বরণ কাকে বলে?
খ) দোলায়মান দোলনার গতি কোন ধরনের গতি? ব্যাখ্যা কর ।
গ) ক্রিকেট বলটি ভূ-পৃষ্ঠ হতে সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল? নির্ণয় কর ।
ঘ) ফিল্ডার বলটি ধরতে পারবে কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা কর ।
৭। একটি তড়িৎ মোটর 20 m গভীর থেকে 2 মিনিটে 1500 লিটার পানি তুলতে পারে । তড়িৎ মোটরের কর্মদক্ষতা 60% ।
ক) এক জুল কাকে বলে?
খ) নিউক্লিয় শিকল বিক্রিয়া চিত্র এঁকে ব্যাখ্যা কর ।
গ) তড়িৎ মোটরের কার্যকর ক্ষমতা নির্ণয় কর ।
ঘ) তড়িৎ মোটরের কর্মদক্ষতা 15% বৃদ্ধি করলে 1.5 মিনিটে সমপরিমাণ পানি তোলা সম্ভব কিনা তা গাণিতিকভাবে বিশ্লেষণ কর ।
৮। চিত্রটি লক্ষ কর এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও ।
ক) ওহমের সূত্রটি লিখ ।
খ) একই উপাদানের সমদৈর্ঘ্যের দুটি পরিবাহীর রোধ ভিন্ন হয় কেন? ব্যাখ্যা কর ।
গ) চিত্রের BD অংশের তূল্যরোধ নির্ণয় কর ।
ঘ) চিত্রটির AB ও CD অংশের বিভব পার্থক্য একই হবে কিনা? যৌক্তিকভাবে বিশ্লেষণ কর ।
আপনারা প্রতিনিয়ত ফ্যাক্টস হান্টার ওয়েবসাইটে ভিজিট করে আমাদের নিত্য নতুন আর্টিকেলগুলো পড়ে নিতে পারেন। এছাড়াও আপনাদের প্রয়োজনীয় যেকোন বিষয় আমাদের নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন । আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের সহায়তা করার জন্য ।