Chemistry Creative Questions of Dhaka Board SSC 2021.
ঢাকা বোর্ডের ২০২১ সালের এস এস সি পরীক্ষার রসায়ন সৃজনশীল প্রশ্নপত্রটি নিচে দেওয়া হলো । এছাড়াও পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ের বোর্ড প্রশ্ন আমাদের এই ওয়েবসাইটে পাবলিশ করা হচ্ছে এবং ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন Education Category-তে পাবলিশ করা হয়েছে।
আপনারা মেন্যু থেকে Education Category-তে গিয়ে সবগুলো প্রশ্ন দেখে নিতে পারেন ।
রসায়ন (সৃজনশীল প্রশ্ন)
[২০২১ সালের সিলেবাস অনুযায়ী]
বিষয় কোডঃ ১৩৭
সময়ঃ ২ ঘন্টা ৩৫ মিনিট
পূর্ণমানঃ ৫০
[২০২১ সালের সিলেবাস অনুযায়ী]
বিষয় কোডঃ ১৩৭
সময়ঃ ২ ঘন্টা ৩৫ মিনিট
পূর্ণমানঃ ৫০
[দ্রষ্টব্যঃ প্রতিটি সৃজনশীল প্রশ্নের মান ১০ । প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগসহকারে পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও । যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে ।]
১। 19P, 33Q এবং 37R তিনটি মৌল । [এখানে P, Q, R প্রতীকী অর্থে ব্যবহৃত ।]
ক) অরবিট কাকে বলে?
খ) ইলেকট্রন বিন্যাস করে Q এবং R মৌলের পর্যায় সারণিতে অবস্থান নির্ণয় কর ।
ঘ) উদ্দীপকের P মৌলের আকার এবং এর আয়নের আকার ডায়াগ্রামসহ বিশ্লেষণ কর ।
২। A, B এবং C তিনটি মৌল যাদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 8, 17 এবং 20 ।
ক) আইসোটোপ কাকে বলে?
খ) 'Ge' কে অপধাতু বলা হয় কেন?
গ) A মৌলটি দ্বি-পরমাণুক অণু গঠন করে - ডায়াগ্রামসহ দেখাও ।
ঘ) B, C মৌল দ্বারা গঠিত যৌগের দ্রবণীয়তা বিশ্লেষণ কর ।
৩। নিচের ছকটি লক্ষ কর এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও । [এখানে M, N, O প্রতীকী অর্থে ব্যবহৃত, প্রচলিত কোনো মৌলের প্রতীক নয় ।]
পর্যায় | গ্রুপ-16 | গ্রুপ-17 |
---|---|---|
2 | .. | M |
3 | N | O |
ক) নিউক্লিয়ন সংখ্যা কাকে বলে?
খ) নাইট্রেট একটি যৌগ মূলক -- ব্যাখ্যা দাও ।
গ) উদ্দীপকের 'O' মৌলটির নিউক্লিয়াসের প্রকৃত ভর 58.591 × 10-24g হলে এর নিউট্রন সংখ্যা নির্ণয় কর ।
ঘ) NM2 এবং NM4 যৌগ দুটির মধ্যে একটির কেন্দ্রীয় পরমাণু অষ্টক নিয়ম মেনে চললেও অপরটির অষ্টক নিয়ম মানে না বিশ্লেষণ কর ।
৪। দৃশ্যকল্প-১ঃ 1H, 2H এবং 3H হাইড্রোজেন মৌলের তিনটি আইসোটোপ । এর প্রথম আইসোটোপটির প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ 99.98% এবং মৌলটির গড় আপেক্ষিক পারমাণবিক ভর 1.00025 ।
দৃশ্যকল্প-২ঃ
ক) ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বল কাকে বলে?
খ) যৌগের আপেক্ষিক আণবিক ভরের ব্যাখ্যা দাও ।
গ) দৃশ্যকল্প-১ এর আলোকে মৌলটির ২য় এবং ৩য় আইসোটোপের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ নির্ণয় কর ।
ঘ) ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে প্রধান শক্তিস্তরের সাথে উপশক্তিস্তরের সম্পর্ক দৃশ্যকল্প-২ এর আলোকে বিশ্লেষণ কর ।
৫। (i) R - X (ii) C3H6(OH)2 (iii) R - COOH (iv) R - H.
[এখানে R = 3 কার্বনবিশিষ্ট অ্যালকাইল মূলক ।]
ক) ফরমালিন কী?
খ) ইথিন এক ধরনের অলিফিন --- ব্যাখ্যা কর ।
গ) (iii) নং যৌগ থেকে (iv) নং যৌগ প্রস্তুতি সমীকরণসহ দেখাও ।
ঘ) উদ্দীপকের (i) নং যৌগ থেকে (ii) নং যৌগটি প্রস্তুত সম্ভব কী? বিশ্লেষণ কর ।
৬। নিচের ছকটি লক্ষ কর এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও ।
ক্রমিক নং | যৌগ | আণবিক স্তর |
---|---|---|
(i) | অসম্পৃক্ত হাইড্রোকার্বন | 26 |
(ii) | অসম্পৃক্ত হাইড্রোকার্বন | 28 |
(iii) | অ্যালকানল | 46 |
ক) মনোমার কাকে বলে?
খ) ভিনেগার এক ধরনের খাদ্য সংরক্ষক -- ব্যাখ্যা কর ।
গ) দেখাও যে, একই বিক্রিয়ক ব্যবহার করে পরীক্ষাগারে (i) নং ও (ii) নং যৌগকে পৃথক করা যায় ।
ঘ) (i) নং ও (iii) নং যৌগের পারস্পরিক রুপান্তর সম্ভব -- সমীকরণসহ বিশ্লেষণ কর ।
৭। দৃশ্যকল্প-১ঃ (a) O2 এবং (b) N2
দৃশ্যকল্প-২ঃ
গ্রুপ-17 | |||
---|---|---|---|
Li | Be | O | F |
- | - | - | Cl |
- | - | - | Br |
- | - | - | l |
ক) অবস্থান্তর মৌল কাকে বলে?
খ) ধাতু বিদ্যুৎ পরিবাহী -- ব্যাখ্যা কর ।
গ) দৃশ্যকল্প-২ এ উল্লিখিত গ্রুপটির আয়নিকরণ শক্তি ক্রম ব্যাখ্যা কর ।
ঘ) দৃশ্যকল্প-১ এ (a) এবং (b) সমযোজী যৌগ হলেও সমযোজী বন্ধনের সংখ্যা ভিন্ন চিত্রসহ বিশ্লেষণ কর ।
৮। নিচের ছকটি লক্ষ কর এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও ।
পেট্রোলিয়ামের উপাদান | আংশিক কলামের তাপমাত্রা |
---|---|
X | 0℃ - 20℃ |
Y | 21℃ - 70℃ |
Z | 121℃ - 170℃ |
P | 271℃ - 340℃ |
ক) সমযোত্রীয় শ্রেণি কাকে বলে?
খ) ন্যাপথালিন একটি অ্যারোমেটিক যৌগ -- ব্যাখ্যা কর ।
গ) 'X' এর প্রথম সদস্যের সাথে ক্লোরিন গ্যাস চালনা করলে কী ঘটবে? সমীকরণসহ লেখ ।
ঘ) উদ্দীপকের Y, Z এবং P শনাক্ত করে এদের বর্ণনা দাও ।
আপনারা প্রতিনিয়ত ফ্যাক্টস হান্টার ওয়েবসাইটে ভিজিট করে আমাদের নিত্য নতুন আর্টিকেলগুলো পড়ে নিতে পারেন। এছাড়াও আপনাদের প্রয়োজনীয় যেকোন বিষয় আমাদের নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন । আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের সহায়তা করার জন্য ।