SSC and HSC Business Entrepreneurship Suggestion (এস এস সি ও এইচ এস সি ব্যবসায় উদ্যোগ সাজেশন)
সাজেশনের বিষয়বস্তুঃ বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়েনে ব্যবসায় উদ্যোগের ভূমিকা।
আলোচ্য প্রশ্নঃ উদ্যোগ বলতে কী বোঝায়? ব্যবসায় উদ্যোগ কাকে বলে উদাহরণসহ ব্যাখ্যা কর।
অথবা, উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের ধারণা ব্যাখ্যা কর।
উত্তরঃ উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের ধারণাঃ
সাধারণ অর্থে উদ্যোগ বলতে যে কোন ধরনের কাজ পরিচালনা এবং সম্পাদনের লক্ষ্যে ব্যক্তির কর্ম্প্রচেষ্টাকে বোঝানো হয়।
অপরদিকে ব্যবসায় উদ্যোগের ধারণা মুনাফার উদ্দেশ্যে ব্যবসায় পরিচালনা ও ঝুঁকি গ্রহণ নির্দেশ করে।
নিম্নে বিস্তারিত আলোচনা করা হলোঃ
উদ্যোগের ধারণাঃ উদ্যোগ যে কোন কাজের উদ্যোগ হতে পারে। জনহিতকর কাজ, কিংবা সামাজিক উদ্দেশ্যে কোন কাজ।
যেমন- চলাফেরার অসুবিধার কথা বিবেচনা করে এলাকার কয়েকজন যুবক তাদের রাস্তাঘাট মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে রাস্তাঘাট সংস্কারের উদ্যোগ নিল।
লক্ষ্যনীয় বিষয় এখানে যুবকদের কোন ব্যক্তিগত মুনাফা অর্জনের উদ্দেশ্য জড়িত নেই, এবং তারা কেউই কোন ঝুঁকি গ্রহণ করছে না মূলধণ বিনিয়োগ করার মাধ্যমে।
সুতরাং এ জাতীয় উদ্যোগই সাধারণ উদ্যোগ যেখানে ব্যবসায়ের প্রধাণ বৈশিষ্ট্যগুলো অনুপস্থিত থাকে।
ব্যবসায় উদ্যোগের ধারণাঃ মূলত এক বা একাধিক ব্যক্তি যখন বৈধ উপায়ে মুনাফা লাভের উদ্দেশ্যে, ঝুঁকি গ্রহণ করে এবং ব্যবসায়ে মূলধণ বিনিয়োগের উদ্যোগ গ্রহণ করে তখন সেটি ব্যবসায় উদ্যোগ বলে গণ্য হয়।
উদাহরণস্বরুপঃ জনাব আসিফ ও জনাব কামাল ৮লক্ষ টাকা একত্রে বিনিয়োগ করে ফার্নিচার ব্যবসা শুরু করেন, এবং তারা সমান ভাগে লাভ-ক্ষতি বন্টনের শর্তে ঝুঁকি গ্রহণে সম্মত হয়ে ব্যবসায় পরিচালনা করেন।
এখানে লক্ষণীয় যে তাদের উপোরক্ত উদ্যগের পেছনে প্রধাণ উদ্দেশ্য মুনাফা অর্জন এবং তারা ঝুঁকি নিয়ে মুলধণ বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন।