আগামী ২রা ডিসেম্বর শুরু হতে যাচ্ছে উচ্চমাধ্যমিক বা এইচ এস সি ২০২১ সালের পরীক্ষা। মাধ্যমিক বা এস এস সি ২০২১ সালের পরীক্ষার রুটিনের মতো করে দুটো আলাদা শিফটে উচ্চমাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
২রা ডিসেম্বর শুরু হতে যাওয়া এই পরীক্ষা শেষ হবে ৩০শে ডিসেম্বর ২০২১।
মাধ্যমিক পরীক্ষার্থীদের মতো উচ্চমাধ্যমিক ২০২১ এর পরীক্ষার্থীদের বাণিজ্য
বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা আরম্ভ হবে দুপুর ২টা থেকে।
অপরদিকে,
বিজ্ঞান ও মানবিক বিভাগের পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু হবে সকাল দশটায়।
মাননীয় শিক্ষামন্ত্রী ও শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন ব্যক্তিবর্গের সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে আগেই ধারণা দেওয়া হয়েছিল ২০২১ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুরু হতে যাচ্ছে।
তবে মাধ্যমিক বা এস এস সি ২০২১ সালের পরীক্ষা নিয়ে বিভিন্ন মহলে যতোটা জল ঘোলা করা হয়েছিল এইচ এস সি ২০২১ সালে পরীক্ষা নিয়ে ততোটা ভুয়া বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়নি।
এইচ এস সি পরীক্ষার্থীদের উদ্বেগ হ্রাস করতে আজ(২৭-০৯-২০২১) দুপুর ২টা
৫৯মিনিটে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই রুটিন প্রকাশ
পায়।
উল্লেখ্য এর আগে দুপুর একটা ২৮ মিনিটে এস এস সি বা মাধ্যমিক পরীক্ষার
রুটিন প্রকাশ করা হয়েছিল।
করোনা মহামারি দ্রুত ছড়িয়ে পড়ার আশংকায় বাণিজ্য বিভাগের পরীক্ষার্থীর সংখ্যা সর্বাধিক হওয়ায় তাদের পরীক্ষা আলাদা শিফ্টে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে শিক্ষা অধিদপ্তর। ২রা ডিসেম্বর সকাল দশটায় পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা দিয়ে শুরু হবে এইচ এস সি ২০২১ এর পরীক্ষা।
শিক্ষার্থীদের সুবিধার্থে এক একটি পত্রের পরীক্ষার মাঝে ২ থেক ৪দিন গ্যাপ রাখা হয়েছে। মাধ্যমিক পরীক্ষার ন্যায় পনেরো নাম্বারের নৈর্ব্যক্তিক পরীক্ষা নেওয়া হবে পরীক্ষা শুরুর প্রথম ১৫ মিনিট। নৈর্ব্যক্তিক পরীক্ষা শেষে উত্তরপত্র জমা দিয়ে সৃজনশীল পরীক্ষার উত্তরপত্র সংগ্রহ করতে হবে শিক্ষার্থীদের।
এক্ষেত্রে তাদের ৩টি সৃজনশীলের জন্য এক ঘন্টা দশ মিনিট বরাদ্দ থাকবে। সর্বমোট ৪৫ নাম্বারের পরীক্ষা হবে দেড় ঘন্টা সময়ব্যাপী।
এইচ এস সি ২০২১ এর অফিশিয়াল রুটিন ডাউনলোড লিংকঃ https://dhakaeducationboard.gov.bd/HSC2021Routine