Header Ads

Finance and Banking SSC Exam Suggestion - অর্থের সময়মূল্য অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন

SSC Finance and Banking পরীক্ষার জন্য এ বছরের সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে "অর্থের সময়মূল্য" অধ্যায় থেকে একটি বা ২টি সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি।

এ অধ্যায়ের অংকগুলো ছোট হওয়ায় খুব দ্রুত নির্ভূলভাবে অংকগুলো করা সম্ভব একটু অনুশীলন থাকলেই। সেক্ষেত্রে এ বছরের এস এস সি পরীক্ষার্থীদের জন্য নিচে গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হলো "অর্থের সময়মূল্য" অধ্যায়ের ভিত্তিতে যা কিনা পরীক্ষার্থীদের একটা স্পষ্ট ধারণা দিবে যে প্রশ্ন ঠিক কেমন হতে পারে এই অধ্যায়টি থেকে।

নোটঃ ফিন্যান্স ও ব্যাংকিং এস এস সি ও এইচ এস সি পরীক্ষার জন্য একটা সাজেশন হলো সৃজনশীল প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের জন্য "বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে অর্থের ভবিষ্যত মূল্য নির্ণয় কর এবং এর ভূমিকা আলোচনা কর" এ জাতীয় প্রশ্নের উত্তর লিখার প্রস্তুতি রাখতে হবে।

কারন অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে আমরা দেখেছি এ বিষয়ক প্রশ্নের প্রতি গুরুত্ব দেয়া হয়েছে বোর্ড কর্তৃক।

সৃজনশীল প্রশ্নঃ
জনাব রোহান আহমেদ তার সঞ্চয়কৃত এক লক্ষ ৫০ হাজার টাকা ৪ বছরের জন্য একটি ব্যাংকে জমা রাখতে চান। এক্ষেত্রে পদ্মা ব্যাংক তাকে ৯% ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদের হারে সঞ্চয় করার প্রস্তাব দেন। অন্যদিকে ইউনিক ব্যাংকের কাছ থেকে জনাব রোহান ৯.৫% ষান্মাসিক চক্রবৃদ্ধি সুদের হারে সঞ্চয় করার জন্য প্রস্তাব পান।
ক) ষান্মাসিক চক্রবৃদ্ধিকরণ কী?
খ) চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া বলতে কী বুঝ?
গ) উদ্দীপকের পদ্মা ব্যাংক কী পরিমাণ মুনাফা প্রদানের প্রস্তাব দিয়েছে নির্ণয় কর।
ঘ) উদ্দীপকের জনাব রোহান সাহেব কোন ব্যাংকে অর্থ জমা রাখলে অধিক লাভবান হবে বলে তুমি মনে কর? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।

বিশেষ দ্রষ্টব্যঃ উপরের উল্লিখিত সৃজনশীল প্রশ্নটি অর্থের সময়মূল্য অধ্যায়ের জন্য অনেকবেশি গুরুত্বপূর্ণ। এবং এ জাতীয় প্রশ্ন এস এস সি পরীক্ষার্থীরা ভবিষ্যতে এইচ এস সি পরীক্ষার প্রস্তুতি হিসেবেও ভালোভাবে চর্চা করে রাখতে পারে।

নিচে অর্থের সময়মূল্যের ধারণা বিষয়ক বা অর্থের সময়মূল্য বলতে কী বুঝায় বিষয়ক প্রশ্নের উত্তর উদাহরণসহ ব্যাখ্যা করা রয়েছে, এস এস সি ও এইচ এস সি পরীক্ষার্থীরা চাইলে নোট করে নোট পারে সংজ্ঞাটি।

প্রশ্নঃ অর্থের সময়মূল্য বলতে কী বোঝায়?
অথবা, অর্থের সময়মূল্য কাকে বলে?
অথবা, অর্থের সময়মূল্য ধারণাটি ব্যাখ্যা কর।

উত্তরঃ অর্থের সময়মূল্য ধারণা (Concept of Time Value of Money):

আধুনিক ব্যবসায় ব্যবস্থাপনা, অর্থায়ন ব্যবস্থাপনা ধারণা উন্নয়নের পেছনে অর্থের সময় মূল্যের ধারণা এবং এর বিশ্লেষণ তাৎপর্যপূর্ণ প্রভাব বিস্তার করে।
অর্থায়ন এর ধারণা মতে,
সময়ের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তন হতে থাকে। আর এই পরিবর্তনের পেছনে নিয়ামক হিসেবে কাজ করে সুদের হার।

উদাহরণস্বরুপঃ
বর্তমানের ৫০০টাকা আর ২বছর পরে ৫০০টাকার মান বা মূল্য সমান হবে না।
আরেকটু সহজ করে বললে ৫বছর পূর্বে ৫০০টাকায় বারো কেজি চাল পাওয়া গেলেও এখন ৫০০টাকায় ঐ একই চাল ৮কেজি পাওয়া যায়।

অর্থাৎ, সমপরিমাণ অর্থ ৫০০টাকা হলেও সময়ের জন্য এর মূল্যের পার্থক্য লক্ষণীয়।

যেমন- ৮% সুদের হারে বর্তমানে ২০০০ টাকা রাখলে এক বছর পর দুই হাজার একশত ষাট টাকা পাওয়া যাবে।

সুতরাং অর্থের সময়মূল্য অনুযায়ী এ বছরের ২হাজার টাকা আগামী বছরের 2160টাকার সমান মূল্য বহন করে।

পরিশেষে বলা যায়,
অর্থের সময়মূল্য বলতে সময়ের সাথে সাথে সুদের হারের পরিবর্তনের ফলে অর্থের মূল্যের ও অর্থের ক্রয় ক্ষমতার পরিবর্তনকে বুঝানো হয়।

Finance and Banking SSC Exam Suggestion - Creative Question on Time Value of Money